আন্তর্জাতিক ডেস্ক:
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাওয়ার সময় যাত্রীবাহী একটি ইথিওপিয়ান ‘বোয়িং-৭৩৭’ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ রোববার ইথিওপিয়ার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাওয়ার সময় যাত্রীবাহী একটি ইথিওপিয়ান ‘বোয়িং-৭৩৭’ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ রোববার ইথিওপিয়ার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বিমানটিতে ৩৩ দেশের ১৪৯ জন আরোহী এবং আটজন ক্রু ছিল। তবে এই দুর্ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছে তা এখনো জানানো হয়নি।
এয়ারলাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার জায়গা বিশোফতু শহরের তল্লাশী ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবী আহমেদ দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
